বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : সরকারি নির্দেশনা অমান্য করে বরিশালে অবৈধ অটোরিকশা তৈরি করার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে একটি কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। একইসঙ্গে কারখানার মালিককে জরিমানা করা হয়েছে। বরিশাল নগরীর সোনামিয়ার পোল বাজারে একটি দোকান ভাড়া নিয়ে ইমরান হাওলাদার নামে এক ব্যবসায়ী গোপনে নতুন হলুদ অটোরিকশা তৈরি করতো। বুধবার (২৭) নভেম্বর বিকেল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলামের নেতৃত্বে ও এয়াপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির শিকদারের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়। এসময়ে সহকারী কমিশনার আজারুল ইসলাম কারখানা মালিকের কাছ থেকে মুচলেকা নিয়ে সরকারী নির্দেশনা অমান্য করা এবং অবৈধ যানবাহন তৈরি করার অপরাধে অর্থ দণ্ড দেন।
সহকারী কমিশনার আজহারুল ইসলাম বলেন, নতুন হলুদ অটোরিকশা তৈরি করা সম্পূর্ণ অবৈধ। ইমরানের বিরুদ্ধে অবৈধ অটোরিকশা তৈরি করার অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং অভিযোগের সত্যতা পাই। তিনি বলেন, পর্যায়ক্রমে সকল অবৈধ করখানায় অভিযান পরিচালনা করা হবে।
বরিশাল বিমান বন্দর থানার ওসি মোঃ জাকির শিকদার বলেন, কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না। পুলিশ কমিশনারের নির্দেশনা অমান্য করায় তাকে এই জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, বরিশাল নগরীতে যানজট নিরসন ও অবৈধ যানবাহন চলাচল রোধে পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম ট্রাফিক বিভাগকে রেজিস্ট্রেশনহীন মোটরসাইকেল ও সিটি করপোরেশনের অনুমোদন (টোকেন) ছাড়া হলুদ অটোরিকশার বিরুদ্ধে জরিমানা করাসহ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ১৫ অক্টোবর দুপুর ১২টায় বিএমপির সদর দপ্তরের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি এ নির্দেশনা দেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply