বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : দেশের বহুল প্রচলিত জাতীয় দৈনিক বর্তমান এর বরিশাল ব্যুরো প্রধানের দায়িত্ব পেয়েছেন মামুন-অর-রশিদ। এরআগে তিনি বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণাঞ্চল, বরিশালের কাগজ, দখিনের সময়, আজকের বরিশাল, দখিনের মুখ ও বরিশাল সময় পত্রিকায় কাজ করেছেন। এছাড়া, দৈনিক আমাদের নতুন সময়ে দীর্ঘ কয়েক বছর ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনি বিএফইউজে’র অন্তর্ভুক্ত বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাথে যুক্ত রয়েছেন।
২০০৭ সালে মাস্টার্স সম্পন্ন করে মামুন-অর-রশিদ লেখালেখির সাথে যুক্ত হন। এরপর থেকে একটি প্রাইভেট চাকুরীর পাশাপাশি সুনামের সাথে রিপোর্টিংয়ে কাজ করে আসছেন। সদালপী ও ধর্মভীরু এই সংবাদকর্মীর স্বচ্ছতা ও সুনামের পাশাপাশি সর্বমহলেই গ্রহণযোগ্যতা রয়েছে। নতুন এই দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
এদিকে, দৈনিক বর্তমানের বরিশালে ফটো সাংবাদিক হিসেবে নিয়োগ পেয়েছেন পারভেজ সরদার।তিনিও সহকর্মী সহ সকলের সহযোগিতা চেয়েছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply