গত ২৯ নভেম্বর ইউনিভার্সেল নিউজ, ২ ডিসেম্বর ক্রাইম ডায়েরি সহ একাধিক অনলাইন নিউজ পোর্টালে মেহেন্দিগঞ্জের উত্তর উলানিয়া হর্নি গ্রামের পূর্বহর্নি নূরে মদিনা জামে মসজিদের সেক্রেটারীর বিরুদ্ধে মুসল্লিদের অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটুকু আমার দৃষ্টিগোচর হয়েছে।
উক্ত সংবাদে আমাকে জড়িয়ে যেসব কথা লেখা হয়েছে সেসব মিথ্যা, বানোয়াট, চক্রান্তমূলক ও ভিত্তিহীন। মূলত: সংবাদকর্মীদের ভুল তথ্য দিয়ে এলাকার এক কুচক্রিমহল, বখাটে ও বিশৃঙ্খলসৃষ্টিকারীরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রকৃতপক্ষে, আমি আলহাজ্ব আঃ মন্নান মাঝি সৌদি প্রবাসী, দীর্ঘদিন পর দেশে আসার পর ওই মহলটি আমার কাছে চাঁদা দাবি করছেন। এবং আমার বিভিন্নভাবে ক্ষতিসাধন করেছেন তারা। ২০১৫ সালে দেশে আসার পর আমার ইচ্ছা জাগলো আমি একটি মসজিদ নির্মাণ করব। সেই মর্মে আমি সহ জমিদাতাগণ গং ৬০২ দাগের জমি ক্রয় করে মসজিদের নির্মাণ কাজ শুরু করি, তখনও সন্ত্রাসীরা আমার কাছে চাঁদা দাবি করেছিল। এই বিশৃঙ্খল সৃষ্টিকারী-কৃচক্রিমহল বাঁধা প্রদান করেছিল যাতে- এখানে যেন কোন মসজিদ নির্মাণ না হয়। অর্থাৎ নদী ভাঙ্গুলী গোবিন্দপুরবাসী আমরা যেন কোন মসজিদ তৈরি করতে না পারি। কিন্তু তৎকালীন চেয়ারম্যান আলতাফ সরদারের সহযোগিতায় মসজিদ গড়ে তোলা হয়। পর্যায়ক্রমে কমিটি হতে হতে ২০২২ সালে জোরপূর্বক চেয়ারম্যান কর্তৃক একটি কমিটি গঠন করা হয়।
ইতোমধ্যে যে কমিটি ছিল তার মেয়াদ শেষ হওয়ায় মু্সল্লীরা আমাকে প্রকাশ্যে সর্বসন্মতিক্রমে মসজিদের সেক্রেটারী নির্বাচিত করেন। বর্তমানে এই কমিটির কার্যক্রম গঠনমূলকভাবে পরিচালনা করে আসায় প্রতিপক্ষ মহলটি আমার বিরুদ্ধে বিভিন্ন কায়দায় মিথ্যাচার ও কুরূচিপূর্ণ নানা ধরণের অপপ্রচার চালিয়ে আসছে। আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা নিব।
------------------------------
প্রতিবাদকারী আব্দুল মান্নান মাঝি।
সেক্রেটারী, পূর্বহর্নি নূরে মদিনা জামে মসজিদ,
উত্তর উলানিয়া, মেহেন্দিগঞ্জ।