শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
ইউনিভার্সেল নিউজ, মো: সবুজ, বাউফল : পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র একাংশের উদ্যোগে এক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ডিসেম্বর) বিকেলে বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন।
প্রধান অতিথি মনির হোসেন বক্তব্যের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহত সকলের সুস্থতা কামনা করেন। বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য তিনি বাউফলের সর্বস্তরের জনগণের দোয়া কামনা করেন। তিনি বলেন, তিনি মনোনয়ন পেলে বাউফলকে একটি সুন্দর বাউফল উপহার দিবেন। বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখার জন্য ধানের শীষে ভোট দেয়ার জন্য সকলকে আহবান জানান তিনি।
বগা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিচুর রহমান বাবুল মৃধার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল জব্বার মৃধা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গনি সিকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, আবুল কালাম মৃধা।
বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মো. মনির হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান। এছাড়াও জনসভায় বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে আগত বিএনপি সমর্থিত দলীয় নেতাকর্মী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: বাবুল সিকদার।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর বগা ইউনিয়নে এটি একটি প্রাণবন্ত দলীয় কর্মসূচী হওয়ায় বিএনপি সমর্থিত নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply