বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : বান্দরবানে ত্রিপুরাদের ওপর হামলা ও ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের ‘গুন্ডাদের’ দায়ী করেছেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি এ হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানিয়ে দায়ীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে এমন নির্দেশনা দিয়েছেন বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো রেজুয়ান খান। বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে বান্দরবানের লামায় ত্রিপুরা সম্প্রদায়ের ঘর-বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা বলেছেন, বান্দরবান গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, পলাতক সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের সন্দেহভাজন গুন্ডারা জায়গা দখলের নামে এই জঘন্য হামলা চালিয়েছে।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বান্দরবান জেলা প্রশাসন ও পুলিশকে পূর্ণ তদন্ত করে প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে সেখানে সরকারি প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করারও নির্দেশ দিয়েছেন তিনি।
বান্দরবান জেলা কর্তৃপক্ষ ইতোমধ্যে অগ্নিদগ্ধ বাড়িঘর পুনর্নির্মাণের জন্য সব ধরনের সহায়তা হাত বাড়িয়ে দিয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকেও এ সংক্রান্ত আরও সহায়তা প্রদান করা হবে বলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জেলা প্রশাসনকে নিশ্চিত করেছেন।
এদিকে, বান্দরবানের লামা সরই ইউনিয়নে ত্রিপুরাপল্লি পুড়িয়ে দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ গ্রেপ্তারের তথ্য জানিয়েছে। পুলিশ বলেছে, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় স্টিফেন ত্রিপুরা (৫০), মশৈনিয়া ত্রিপুরা (৪৪), যোয়াকিম ত্রিপুরা (৫২) ও মো. ইব্রাহিমকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মো. ইব্রাহিম বেনজীর আহমেদের নামে দখল করা জমির দেখভাল করতেন। বুধবার রাতে এদের গ্রেপ্তার করা হয়।
এর আগে গত মঙ্গলবার রাতে পূর্ববেতছড়া পাড়ার ১৭টি ঘরবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন পাড়ার বাসিন্দারা সবাই গির্জায় বড়দিনের উৎসবে ছিলেন। পাড়ায় কোনো লোকজন ছিলেন না। এ ঘটনার পর বুধবার রাতে মামলা হয়। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার পূর্ববেতছড়া পাড়া পরিদর্শন করেন। তাঁরা পাড়ার পোড়াভিটা ঘুরে দেখেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের আশ্বাস দেন। অবশ্য প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ কেজি ও ইউনিয়ন পরিষদ থেকে ৫০ কেজি করে চাল, তিনটি করে কম্বল, ডাল, তেল ও অন্যান্য সামগ্রী দেওয়া হয়েছে।
পূর্ববেতছড়া পাড়ার বাসিন্দা গঙ্গামণি ত্রিপুরা ও চন্দ্রমণি ত্রিপুরা জানান, পাড়ায় ১৯টি পরিবার থাকত। এর মধ্যে ১৭টি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। কেউ কোনো জিনিসপত্র বের করতে পারেননি। আগুন থেকে রক্ষা পাওয়া দুটি ঘরে রাতে কিছু পুরুষ থাকছেন। বাকিরা পাশের আরেকটি পাড়ায় আশ্রয় নিয়েছেন।
পাড়ার কার্বারি (পাড়াপ্রধান) পাইসাপ্রু ত্রিপুরার অভিযোগ, সাবেক আইজিপির নামে জায়গা দখলদার চক্রই পাড়ায় আগুন লাগিয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply