বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল নগরীর ইছাকাঠী শাহ পড়ান সড়ক থেকে অভিষেক ওরফে সোম অভি (৩০) নামের ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। নগরীর কালিবাড়ি রোডের সরদার ম্যানশন আলম মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন তিনি। গ্রেপ্তার যুবক আগৈলঝাড়া উপজেলার পতিহার গ্রামের লক্ষন চন্দ্র সোম ওরফে পলাশ এর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে ২৯ নং ওয়ার্ডস্থ ইছাকাঠী শাহ পড়ান সড়ক হাতেম আলী মসজিদ সংলগ্ন রানা হাওলাদার এর হোটেলে সামনে এসে অভিষেক ওরফে সোম স্থানীয় কতিপয় লোকজনদেরকে নাম-ঠিকানা জানতে চান। তিনি নিজেকে স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে জানায় যে- এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের তালিকা করার জন্য এসেছে। তার নিকট থাকা উক্ত তালিকায় দুলাল মৃধা এবং সোহেল ইসলামের নাম আছে বলে তাদেরকে ডেকে জানায় যে, তারা যদি টাকা-পয়সা দেয় তবে তাদের নাম তালিকা থেকে বাদ দিবে। দুলাল মৃধা এবং সোহেল ইসলামের সন্দেহ হলে প্রতারক অভিষেক ওরফে সোম অভি তাদেরকে পরিচয়পত্র (পুলিশ আইডি কার্ড) এবং ওয়াকিটকি (ওয়ালেস) সেট দেখায়। বিষটি এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন শিকদারের গোচরীভূত হলে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম এর দিক-নির্দেশনা ও উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লার পরিকল্পনায় এয়ারপোর্ট থানার এসআই মোঃ আল-আমিন নাঈম এর নেতৃত্বে একটি চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে কখনো স্পেশাল ব্রাঞ্চের অফিসার, কখনো ডিবি পুলিশ পরিচয়ধারী প্রতারক অভিষেক ওরফে সোম অভিকে উপস্থিত জনসাধারণের উপস্থিতিতে নিবির জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করেন। একইসঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়।

উপস্থিত অসংখ্য জনতার উপস্থিতিতে তার হেফাজত হতে স্পেশাল ব্রাঞ্চের ৩ টি, পুলিশের ১ টি সহ মোট ৪ টি নকল আইডি কার্ড উদ্ধার করা হয়। ১ টি কালো রংয়ের ওয়াকিটকি (ওয়ারলেস সেট), ২ টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করে পুলিশ।

প্রতারক সোম অভির বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply