বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, মো: সবুজ, বাউফল : পটুয়াখালীর বাউফলে চর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ফেডারেশনে খাস জমির দখলদারিত্ব নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তুহিনের দখলে থাকা কিছু জমি আজ বেলা ১১টার দিকে একই ইউনিয়নের বিএনপি নেতা গিয়াসের সমর্থকরা দখল করতে গেলে তুহিন সমর্থকরা তাতে বাঁধা দেয়। এতে ঘটনাস্থলে সংঘর্ষ বাঁধলে গিয়াসের ৮/১০জন সমর্থক আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর দুপুর ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে যাওয়ার সময় তুহিনের উপর হামলা করে গিয়াসের সমর্থক ও উপজেলা বিএনপির একাংশ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তুহিনকে আহত অবস্থায় উদ্ধার করে।
বাউফল থানা তদন্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটানাস্থলে গিয়ে আহত অবস্থায় তুহিনকে উদ্ধার করে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply