বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
গৌতম কুমার, ইউনিভার্সেল নিউজ : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পিরােজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) সকালে পৌর শহরের মধ্যে ব্যান্ডপার্টি বাজিয়ে নানা রং-বেরংয়ের ব্যানার ফেস্টুন নিয়ে র্যালি বের করা হয়। বিকেলে জগন্নাথকাঠি বাজারে আয়োজিত সমাবেশে স্বরূপকাঠি উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় বিএনপি, অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনগুলো এককাতারে সামিল হয়ে বিভাজনের উদ্ধে থেকে কাধেঁ কাধঁ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে কাজ করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনুযায়ী-দলে কোনরকমের বিশৃঙ্খলকারীদের স্থান দেওয়া হবে না। যারা বিএনপিকে ব্যবহার করে দলের বদনাম করবে এদের বিরুদ্ধে কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমি আশা রাখি- এখানকার বিএনপি ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেস্ট জিয়াউর রহমানের আদর্শের পথ বেয়ে চলবে। পাশাপাশি বিএনপি যে গণমানুষের স্বপ্ন পূরণের দল এটা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফার রোডম্যাপের বিষয়টি সকল শ্রেনী পেশার মানুষকে অবহিত করতে হবে। এবং ছাত্রদলকে এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ৩১ দফায় কী বলা আছে এই বিষয়টি বুঝাতে হবে। বিএনপির এই ত্যাগী নেতা আরো বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল। সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ডাক দেওয়ার পরই এদেশের মুক্তিকামী মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এরইপরিপেক্ষিতে আমরা একটি স্বাধীন সার্বভোম ভুখণ্ড পেয়েছি। বিগত স্বৈরাচারের শাসনামলে বিএনপি দীর্ঘ ১৬ বছর রাজপথে আন্দোলন সংগামের একপর্যায়ে এদেশের মুক্তিকামী মানুষের বিস্ফোরণে ছাত্র-জনতার মিলিতরূপে গণঅভুত্থানের মুখে স্বৈরাচার শাসক দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। আগামীর স্বপ্ন পূরণে মানুষের অধিকার আদায়ে বিএনপি আজও লড়াইয়ের ময়দানে রয়েছে।

বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান অহিদ
এদিকে, সকলে র্যালিটি পৌরসভার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয় এবং জগন্নাথকাঠি বাজার হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নেছারাবাদ উপজেলা সামনে গিয়ে শেষ হয়।
সকালে ছাত্রদলের আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন- নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন সজিব ও সদস্য সচিব জিয়াউল হক সজিব, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল জুবায়ের হাসান, নেছারাবাদ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবির খান , স্বরুপকাঠি পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ শাখার আহবায়ক শাকিল হোসেন হৃদয়, সদস্য সচিব জালিস মাহমুদ, আরিফুর ইসলাম তাদের নেতৃত্বে এবং ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির ছাত্রদলের সমন্বয়ে একটি বিশাল মিছিল এর আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- স্বরূপকাঠি পৌর বিএনপির আহবায়ক মোঃ শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ নাছির উদ্দীন তালুকদার , নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আতিকুল ইসলাম লিটু, স্বরূপকাঠি পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান মানিক, স্বরূপকাঠি পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মইনুল হাসান প্রমুখ।
উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছরের মধ্যে নেছারাবাদ উপজেলা ছাত্রদল এতোবড় মিছিল করতে পারায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply