বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বিএনপির বিভাগীয় মহাসমাবেশ শেষের পর বরিশাল-ঢাকা নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হচ্ছে। তেমনিভাবে ঢাকা-বরিশাল রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে। শনিবার রাত আটটার পর ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়ার জন্য বেশ কিছু লঞ্চ প্রস্তুতি নিয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, আজ রাতে বরিশাল নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশে এমভি সুন্দরবন-১১, প্রিন্স আওলাদ ও পারবত-১৮ লঞ্চ যাত্রী নিয়ে যথাসময় ছেড়ে যাবে। এর আগে শুক্রবার বিকেল থেকে ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন লঞ্চমালিকেরা। এ কারণে শুক্রবার বিকেলের পর থেকে ঢাকা-বরিশাল রুটে কোনো লঞ্চ ছেড়ে যায়নি।
লঞ্চমালিকদের দাবি, যাত্রীসংকটের কারণে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় যাত্রী নেই। যেসংখ্যক যাত্রী পাওয়া যাবে, তাতে লঞ্চের খরচ উঠবে না। তাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে লঞ্চ চালাবেন না।
অপরদিকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে রাতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাবে না বলে জানিয়েছে বাস মালিক সমিতির সভাপতি গোলাম মাশরেক বাবলু। তিনি বলেন, আমাদের অল্টিমেটাম ছিল রোববার সকাল ৬টা পর্যন্ত। তাই এর আগে বাস চলাচল করবে বলে মনে হচ্ছে না।
বিএনপি নেতারা বলছেন, রাজনৈতিক কারণে বিভিন্ন অজুহাত দেখিয়ে লঞ্চ মালিক সমিতির কতিপয় নেতা ইচ্ছাকৃতভাবে দুই দিন ধরে ঢাকা থেকে বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা দেন। এতে দক্ষিণাঞ্চলের লঞ্চ চলাচল বন্ধ থাকে।
অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার ঢাকা নদীবন্দরের আহ্বায়ক কমিটির সদস্য গাজী সালাউদ্দিন বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তেমন যাত্রী পাওয়া যায় না। এই তিন দিনে বরিশাল রুটে যাওয়ার নির্ধারিত লঞ্চ পন্টুনে নোঙর করে রাখা হয়। আশানুরূপ যাত্রী হলে লঞ্চ ছাড়ে, তা না হলে লঞ্চ ছাড়া হয় না।
বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মো. শহিদউল্যাহ বলেন, লঞ্চমালিকেরা জানিয়েছেন, যাত্রী না হওয়ার কারণে তাঁরা শুক্রবার বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply