বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
লাইফস্টাইল ডেস্ক : আমাদের চারপাশে প্রতিনিয়ত ব্যবহৃত হচ্ছে বিভিন্ন প্রযুক্তি পণ্য। এই আকর্ষণ আসক্তিতে পরিণত হতে পারে যদি এখনই সঠিক পদক্ষেপ নেওয়া না হয়। ইন্টারনেট আসক্তি শিশুর স্বাভাবিক বিকাশে প্রতিবন্ধকার সৃষ্টি করে।
তথ্যপ্রযুক্তির এই যুগে শিশু-কিশোরদের কাছেই বেশি আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, মোবাইলফোন। কেনইবা হবে না, এসবের সাহায্যে কিনা করা যায়! গেমস খেলা, ছবি আঁকা, গান শোনা, সিনেমা দেখা আরও কত কী! তাই সহজেই এই বস্তুটির প্রতি আকৃষ্ট হয় শিশু-কিশোররা। এই আকর্ষণ আসক্তিতে পরিণত হতে পারে যদি এখনই সঠিক পদক্ষেপ নেওয়া না হয়। অনেক অভিভাবক মনে করেন, তার সন্তানটি সারাদিন কম্পিউটার নিয়ে বসে থাকলে হয়তো বড় হয়ে একজন প্রোগ্রামার কিংবা কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে। কিন্তু লক্ষ্য করে দেখুন সে কম্পিউটারে আসলেই শিক্ষামূলক কিছু করছে নাকি অযথা সিনেমা দেখে, গেমস খেলে সময় নষ্ট করছে। আর যদি ঘরে ইন্টারনেট সংযোগ থাকে তাহলে তো কথাই নেই, সারা বিশ্ব তার হাতের মুঠোয়। সারা বিশ্বের ভালো জিনিসগুলো যেমন তার হতের মুঠোয় আসতে পারে, তেমনি সারা বিশ্বের খারাপ জিনিসগুলোর প্রতিও তার আগ্রহ জন্ম নিতে পারে।
আপনার সন্তানের প্রযুক্তি পণ্যের প্রতি আসক্তি তাকে স্থুলকায় করে তুলতে পারে। পাশাপাশি কম্পিউটার সিনড্রম যেমন চোখ দিয়ে পানি পড়া, মাথাব্যথা, স্নায়ুবিক দুর্বলতা, উচ্চরক্তচাপ ইত্যাদি যোগ করতে পারে বাড়তি দুশ্চিন্তা। এর প্রভাবে লেখাপড়ার অবস্থা চরমভাবে বিঘ্ন ঘটতে পারে।
স্মার্টফোনের আসক্তি মাদকাসক্তির মতো বিপজ্জনক আর তা যদি হয় শিশুর ক্ষেত্রে তবে তা আরও বেশি বিপজ্জনক বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা । চিকিৎসা বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, শিশুদের হাতে মোবাইলসহ কোনো ইলেকট্রনিক্স ডিভাইস দেওয়া উচিত নয়। এতে শিশুর কর্মস্পৃহা কমে যাওয়াসহ নানা ধরনের নেতিবাচকতার জন্ম হয়। এ ছাড়া শিশুদের অটিজম, মনোযোগ হ্রাস, হতাশা ও তীব্র বিষণ্ণতায় আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রবল। স্মার্টফোন তথা ইন্টারনেট আসক্তি শিশুর স্বাভাবিক বিকাশে বাধা দেয়। অনেক সময় ধরে ফোন ব্যবহারের ফলে শিশুরা পর্যাপ্ত ঘুম থেকে বঞ্চিত হচ্ছে। স্মার্টফোনের মাধ্যমে শিশুরা অপ্রাপ্ত বয়সেই না বুঝে বিভিন্ন অনৈতিক ও আপত্তিকর বিষয়বস্তুর সম্মুখীন হচ্ছে; যা একজন শিশুর ভবিষ্যতের ওপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলতে পারে ও তাদের শারীরিক ও মানসিক বিকাশে প্রচণ্ড প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। বিশ্বব্যাপী শিশু-কিশোরদের ভার্চুয়াল জগৎ, মোবাইল বা প্রযুক্তির প্রতি এই আসক্তি ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে, যা নিয়ে আমাদের এখনই সতর্ক ও সচেতন হতে হবে।
বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে প্রকৃতপক্ষে আপনার সন্তান কখন কী করছে। যাতে লেখাপড়ার দিকে বেশি মনোযোগী হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply