বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : বর্ষীয়ান রাজনীতিবিদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি শ্রমিকনেতা শহীদুল্লাহ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (০৩ জানুয়ারি) দুপুরের দিকে রাজধানীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে সিপিবির একটি সূত্র জানিয়েছে। বাংলাদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা শহীদুল্লাহ চৌধুরী স্বাধীনতা যুদ্ধ থেকে শ্রমিক আন্দোলনের প্রতিটি ক্ষেত্রে ছিলেন সংগ্রামী যোদ্ধা।
শহীদুল্লাহ চৌধুরী বেশ কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ২০২০ সাল থেকে তিনি পাটকল শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন।
পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতির দায়িত্বও পালন করেছেন অনেক দিন।
সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়ের পর ১৯৯৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত হয় সিপিবির বিশেষ জাতীয় সম্মেলন (বিশেষ কংগ্রেস)। এই কংগ্রেসে শহিদুল্লাহ চৌধুরীকে সভাপতি ও মুজাহিদুল ইসলাম সেলিমকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। ১৯৯৯ সাল পর্যন্ত শহীদুল্লাহ চৌধুরী সিপিবির সভাপতির পদে দায়িত্ব পালন করেন।
১৯৬৪ সালে লতিফ বাওয়ানী জুট মিলে সাধারণ শ্রমিক হিসেবে যোগ দেন শহীদুল্লাহ চৌধুরী। তিনি দেশের বিভিন্ন গণ-আন্দোলনে শ্রমিক নেতা হিসেবে ভূমিকা রাখেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply