বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, মাসুদুল আলম অপু, স্বরূপকাঠি : পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) মিয়ারহাট বাজারে গভীর রাতে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তৈয়ব আলী নামের এক নাইটগার্ড সোমবার গভীর রাতে তাকে একা পেয়ে ধর্ষণ করে। এসময় অপর দুইজন পাহারাদার ধর্ষণের চেষ্টা করতে গেলে ডাক চিৎকারে পুলিশ এগিয়ে এসে তাকে উদ্ধার করে। রাতেই পুলিশ পাহারাদার তিনজনকে আটক করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়েছে।
ধর্ষণের শিকার নারীর ভাষ্য, ঘটনার দিন ঢাকা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে ছারছীনা বাসষ্ট্যান্ডে নেমে খেয়া পাড় করতে গভীর রাতে মিয়ারহাট বাজারে পৌঁছান। এসময় বাজারের পাহারাদার মো, তৈয়ব আলী মোল্লা(৬০), মো, সহিদুল ইসলাম (৩০), মো, সাইফুল ইসলাম (৫০) নামে তিনজন মিলে তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে বাজারের দুইটি দোকানের চিপার ভিতরে নিয়ে যান। কিছু বুঝে ওঠার আগেই তৈয়ব আলী জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরে সহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম পালাক্রমে ধর্ষণের চেষ্টা করলে নারীর ডাক চিৎকারে তারা সটকে পড়ে। ঘটনার পর বাজারে টহলরত পুলিশকে বিষয়টি অবহিত করলে তারা পাহারাদার তিনজনকে আটক করে থানায় নিয়ে আসেন।
নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমীন জানান, ওই নারী তার জবানবন্দিতে ধর্ষণের অভিযোগ করেন। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply