বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, আনোয়ার হোসেন, স্বরূপকাঠি : বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলে সাকুরা পরিবহন বেপরোয়াভাবে চলাচলে প্রায়ই দুর্ঘনায় প্রাণ কেড়ে নিচ্ছে নারী-পুরুষের। এদের বেপরোয়া গাড়ি চলাচলে সর্বদা আতঙ্কে থাকেন যাত্রী সাধারনের পাশাপাশি সড়ক-মহাসড়কের পথচারী সহ অন্যান্য যানবাহন। এই সাকুরা পরিবহনের বিরুদ্ধে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ আরো আগ থেকে অতিষ্ট হলেও এদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। এবং এরা কখনোই চলাচলের ক্ষেত্রে ডাইভারদের প্রশিক্ষণ কিংবা দুর্ঘটনায় শিকার হয়ে মানুষের জীবন কেড়ে নিতে যাতে না পারে এ বিষয়ে সাকুরা পরিবহনের কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না। এ বিষয়ে সরকারের দায়িত্বশীল শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আশু দৃষ্টি কামনা করেছেন যাত্রী সাধারন।
এদিকে, পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বেপরোয়া সাকুরা পরিবহনের একটি বাস ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পৌছলে দুর্ঘটনার শিকার হয়। এতে ফরিদা বেগম নামের এক নারী যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এছাড়া অন্তত ১০-১২ জন যাত্রী আহত হয়েছেন।
জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে স্বরূপকাঠী বাস স্টেশন থেকে ১০ জন যাত্রী নিয়ে (ঢাকা মেট্রো-ভ-১১-৮৫৬২) সিরিয়ালের বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
যাত্রীরা জানান, স্বরূপকাঠি থেকে দুপুরে বাসটি কম যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বিভিন্ন স্টোপিজ থেকে যাত্রী উঠালে কোন সিট ফাঁকাছিল না। বেলা ৫ টার দিকে ভাঙ্গার কাছাকাছি পৌছালে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। সাথে সাথে সাকুরা পরিবহনের ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়। তারা জানান, ড্রাইভারের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ফরিদা বেগম নামে এক নারীর পা কেটে পড়ে গেছে। নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি গ্রামের আমির হোসেনের স্ত্রী সে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply