বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, গৌতম কুমার, স্বরূপকাঠি : পিরোজপুরের নেছারাবাদের (স্বরূপকাঠি) ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের ৩৯তম বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, পড়ালেখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে।কারণ শিক্ষার কোন বিকল্প নেই।পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। খেলাধুলায় শরীর ও মন ভালো থাকে। তিনি শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, এই কলেজের অতীত ঐতিহ্য ধরে রেখে শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য শিক্ষকদের আরো সতর্ক হতে হবে। এবং শিক্ষকদের মা-বাবার ভূমিকায় অবতীর্ন হয়ে শিক্ষার্থীদের প্রতি যত্ন নিতে হবে।
ক্রীড়ানুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, বিশেষ অতিথি বরিশাল বিভাগীয় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহবায়ক ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মো: আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: রায়হান মাহমুদ, সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, ওসি মো. বনি আমিন, ম্যানেজিং কমিটির সদস্য মো: নাসির উদ্দিন তালুকদার, কলেজ অধ্যক্ষ মো: মাসুম কামাল হাওলাদার প্রমুখ। ক্রীড়া অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply