বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। টানটান উত্তেজনায় আসন্ন এ বিশ্বকাপের জন্য অপেক্ষা করছে গোটাবিশ্ব। এরই মধ্যে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতেছে সারাদেশে। বিশেষ করে এক সমর্থক ব্রাহ্মণবাড়িয়ায় একটি বহুতল ভবন আর্জেন্টিনার পতাকার আদলে রং করে আলোচিত হন।
ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া তালতলা এলাকার অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকন তার বাড়ি আর্জেন্টিনার পতাকার আদলে রং করেছেন। প্রতিদিন তার বাড়ি দেখতে ভিড় করেন আর্জেন্টিনার সমর্থকেরা। বাড়ির সামনে দাঁড়িয়ে তোলেন ছবিও।
পাঁচতলা বাড়িটির মালিক মাহাবুবুল আলম খোকন সাংবাদিকদের বলেন, ছেলে আর্জেন্টিনার সমর্থক, ছেলের আবদার রাখতেই বাড়িটি পতাকার রঙে রাঙাতে হয়েছে। ছেলের সঙ্গে তার মাও সমর্থন দিয়েছে। তবে আমার মেয়েরা ব্রাজিলের সমর্থক।
তিনি বলেন, আমার আরেকটি বাড়ি আছে। মেয়েরা চাইলে ওই বাড়ি ব্রাজিলের পতাকার মতো করে রং করার চিন্তা রয়েছে।
তিনি আরও বলেন, ভবনের রং যাই করি না কেন, সব সময় আমার নিজ দেশের পতাকার মান সর্বোচ্চ স্থানে রেখেছি এবং সব সময় রাখা হবে।
আর্জেন্টিনার কয়েকজন সমর্থক বলেন, আমরা সব সময় আর্জেন্টিনা সাপোর্ট করি। ভবনটির রং প্রিয় দলের পতাকা ও জার্সির রঙে রাঙানোয় ভালো লাগছে। আশা করি, এবারের বিশ্বকাপে আমাদের দল জয়ী হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু বলেন, অত্যন্ত জনপ্রিয় খেলা ফুটবল। কিন্তু খেলাকে কেন্দ্র করে আমরা যেন অন্য দেশের পতাকা টানাতে গিয়ে বিপদে না পরি, সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply