বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : কৃষকদের উন্নয়ন করতে হবে, অন্যথায় সমৃদ্ধ দেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের মোঃ রহমাতুল্লাহ। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল ৪ টায় বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের স্কুল মাঠে আয়োজিত কৃষক সমাবেশে এ কথা বলেন তিনি।
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১ নং সদস্য আবু নাসের রহমাতুল্লাহ বলেন, গত ১৫ বছরে কৃষি উৎপাদনের সব সামগ্রীর মূল্য বৃদ্ধি করে কৃষকদের জিম্মি করে রাখে স্বৈরাচারী আওয়ামী লীগ। বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে, কৃষি ও কৃষকদের গলা চেপে ধরেছিল। সার, বীজসহ সব সামগ্রীর দাম বৃদ্ধি করে কৃষি উৎপাদন ব্যাহত করে। বেশি দামে সামগ্রী ক্রয়ে ভারত নির্ভর করতে বাধ্য করে। কৃষির উন্নয়নকে বাধাগ্রস্ত করে। সন্ত্রাসী আওয়ামী লীগ দেশকে দুর্নীতি আর লুটপাটের রাজ্যে পরিণত করে। দেশজুড়ে চালিয়েছে খুন, চাদাবাজিসহ সব সন্ত্রাসী কর্মকাণ্ড। খুনী হাসিনা পালিয়েছে, দেশ মুক্ত হয়েছে স্বৈরাচারদের থেকে। মানুষ স্বস্তি পেয়েছে। তবে খুনীরা পালালেও তাদের দোসররা রয়েছে দেশের অভ্যন্তরে। তারা ঘাপটি মেরে আছে। সুযোগ পেলেই ক্ষতিসাধণের পাঁয়তারা চালাবে।
আবু নাসের বলেন, কৃষিক্ষেত্রের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছিলেন তিনি। স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কৃষকদের উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে বাস্তবায়ন করেছেন জিয়াউর রহমান। তিনি বলেন, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে নিপতিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সফলা, শস্য শ্যামলা আমাদের এই উর্বরা বাংলাদেশ শুরুতেই এক দুর্ভিক্ষের কবলে নিপতিত হয়। ১৯৭৫ সালের মর্মান্তিক পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে একমুঠো খাবার তুলে দেয়ার জন্য কৃষি ক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানী শুরু করে। এছাড়া বিশেষ কৃষি ঋণ কর্মসূচী, জাতীয় বীজ অধ্যাদেশ, কৃষি সংস্কার কর্মসূচীসহ কৃষি ও কৃষকদের উন্নয়নে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেন জিয়াউর রহমান।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে কৃষকদের উন্নয়নের পরিকল্পনা লিপিবদ্ধ রয়েছে। এর মাধ্যমে বাস্তবায়নের মধ্য দিয়ে কৃষিক্ষেত্রে সেই হারানো বিপ্লব ফিরে আসবে। আগামীতে তারেক রহমান যাকে মনোনয়ন দিবেন দেশের উন্নয়নে তার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।
জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে ৩ মাসব্যাপী সারাদেশে ইউনিয়ন পর্যায়ের কর্মসুচীর অংশ হিসেবে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শায়েস্তাবাদ ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মো: শামীম মুন্সির সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব মো: শফিউল আলম শফরুল, জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মো: রেজাউল ইসলাম চুন্নু, সদর উপজেলা কৃষকদলের সভাপতি মারুফ আহমেদ নান্না, ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব জাহিদ হাসান প্রমুখ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply