বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের সবকটিতে বিএনপিপন্থি আইনজীবীরা বিজয়ী হয়েছেন। নির্বাচনে সভাপতি হয়েছেন বিএনপিপন্থি আইনজীবী এসএম সাদিকুর রহমান লিংকন ও সম্পাদক মির্জা মো. রিয়াজ হোসেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন উপপরিষদের আহ্বায়ক মোকলেচুর রহমান বাচ্চু এই তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া অসীম কুমার বাড়ৈ ও তারিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি হয়েছেন। অর্থ সম্পাদক হয়েছেন আবদুল মালেক, যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বিউটি সুলতানা ও আবদুর রহমান চোকদার। নির্বাহী সদস্য হয়েছেন কাজী মাহমুদা, আবুল খায়ের রতন, মো. আজাদ ও মতিউর রহমান সেন্টু।
বৃহস্পতিবার দিনভর বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা উৎসবমূখর পরিবেশে নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে মোট ১ হাজার ৮১ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৫৬ জন, দেননি ৪২৫ আইনজীবী।

আইনজীবী সমিতি সূত্র জানিয়েছে, অনেক আগেই এবারের নির্বাচন বর্জনের ঘোষণা দেন আওয়ামী আইনজীবী পরিষদ ও বাম জোটের আইনজীবীরা। এরপরও বিএনপি এবং জামায়াত জোটবদ্ধভাবে প্যানেল ঘোষণা করে জাতীয়বাদী আইনজীবী ফোরাম। তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপি-জামায়াতের আইনজীবীরা।
প্রসঙ্গত, আইনজীবী সমিতির নির্বাচনে এবার ১১টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন মোট ২০ জন। এর মধ্যে সহসভাপতির দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুইজন নির্বাচিত হয়েছেন। তা ছাড়া সভাপতি পদে তিনজন, সম্পাদক পদে তিনজন এবং যুগ্ম সম্পাদকের দুটি পদে চারজন, কোষাধ্যক্ষ পদে দুইজন ও কার্যনির্বাহী সদস্যের চারটি পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply