বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, গৌরনদী : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য একসময়ের তুখোড় ছাত্রনেতা এম জহির উদ্দিন স্বপনের উদ্যোগে ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং গৌরনদী প্রেসক্লাব পুনর্গঠনের লক্ষ্যে পাঁচটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে ঐক্য প্রক্রিয়া গঠন করা হয়েছে। দফায় দফায় বৈঠক শেষে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে এখানকার সাংবাদিক সংগঠনগুলোকে বিলুপ্ত ঘোষণা করে নতুন আঙ্গিকে গৌরনদী প্রেসক্লাব পুনর্গঠনের জন্য আহবায়ক কমিটিও গঠন করা হয়েছে। সাংবাদিকদের মধ্যকার বিভাজনের দ্বন্দ্ব-সংঘাত-মনোমালিন্যের রূপরেখার বিপরীতে একই প্লাটফর্মে নিয়ে এসে ঐক্যবদ্ধ করায় সাবেক এই সাংসদ সাংবাদিক সমাজ সহ বিভিন্ন মহলে বেশ প্রশংসিত হন।
সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, পূর্বের গৌরনদী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, দুটি রিপোর্টার্স ইউনিটি ও উপজেলা রিপোর্টার্স ইউনিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি গৌরনদী প্রেসক্লাব পুনর্গঠনে ৩১ সদস্য বিশিষ্ট ঐক্য প্রক্রিয়ার কমিটিতে আগামী নয় মাসের জন্য তিনজনকে আহবায়ক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে ঐক্য প্রক্রিয়ার সমন্বয়ক মো. গিয়াস উদ্দিন মিয়া প্রথম তিন মাস, খোন্দকার মনিরুজ্জামান মনির পরবর্তী তিন মাস এবং শেষের তিন মাস জহুরুল ইসলাম জহির আহবায়কের দায়িত্ব পালন করে আগামী ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন।
সূত্রগুলো বলছে- তিনজন প্যানেল আহবায়ক হিসেবে নয় মাস দায়িত্ব পালন করবেন। এ সময়ের মধ্যে গঠনতন্ত্র পুনর্গঠন করা, অতীতের সব নেতিবাচক আলোচনা পরিহার করে গঠনমূলক চর্চা করা, অস্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা, সাধারণ সভার আহবান, নিবন্ধন প্রক্রিয়া চুড়ান্তকরণ করে নির্বাচনের মাধ্যমে স্থায়ী কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
পাশাপাশি একই বৈঠকে উল্লেখিত তিনজনকে কো-আহবায়ক ও খোন্দকার কাওছার হোসেনকে সদস্য সচিব করে গঠণতন্ত্র উপ-কমিটি গঠণ করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, মো. আসাদুজ্জামান রিপন, আলহাজ মো. জামাল উদ্দিন ও খোকন আহম্মেদ হীরা।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে প্রতিটি কমিটিতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply