বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, আনোয়ার হোসেন, স্বরূপকাঠি : পিরোজপুরে নেছারাবাদে (স্বরূপকাঠি) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ৪০টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মিয়ারহাট বন্দরের মাছ বাজার সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৯টা ৫০ এর দিকে চার ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। পিরোজপুর ফায়ার সার্ভিসের ওয়াসা ইন্সপেক্টর যুগল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে পাঁচটার দিকে বাজারে বরফকল ব্যবসায়ীর চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মসজিদের মাইক থেকে আগুন নেভাতে এলাকাবাসীর সহায়তা চাওয়া হয়। একই সঙ্গে নেছারাবাদ ফায়ার সার্ভিসকে ফোন দিলে নেছারাবাদ ফায়ার সার্ভিস, কাউখালী এবং বানারীপাড়া ফায়ার স্টেশন কর্মীরা গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আগুন নেভানোর কাজ করেন। ততক্ষণে বাজারের প্রায় ৪০টি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমির হোসেন বলেন, সকাল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে দোকানে যাই। গিয়ে দেখি দোকানে আগুন জ্বলছে। কোনো মালামাল বের করতে পারিনি। আমার দুটি দোকান ছিল দুটি পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাস্থলে উপস্থিত নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, খবর পেয়ে আমরা সকাল থেকে উপস্থিত আছি। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের দিকে এনেছে। হয় তো আর অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনতে সক্ষম হবে।
পিরোজপুর ফায়ার সার্ভিসের ওয়াসা ইন্সপেক্টর যুগল বিশ্বাস বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টা করে নিয়ন্ত্রণ চালিয়ে যাচ্ছি। আমরা এখনও স্পটে আছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা চায়ের দোকানের থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
নেছারাবাদ উপজেলা বিএনপির আহবায়ক মো. ওয়াহিদুজ্জামান (ওয়াহিদ) অগ্নিকাণ্ডের ঘটনায় দু:খ প্রকাশ করেন। এবং পরবর্তীতে আগুনের বিষয়ে সকলকে সতর্কতা থাকার জন্য অনুরোধ জানান তিনি।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply