বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, গণ পরিষদ নির্বাচন নয় বরং আমরা জাতীয় নির্বাচনের জন্য বিদ্যমান যে আইন-কানুন আছে সেভাবে প্রস্তুতি নিচ্ছি। মঙ্গলবার (৪ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
ছাত্রদের একটি দল হচ্ছে নিশ্চয়ই নাম (জাতীয় নাগরিক পার্টি) শুনেছেন। তারা জাতীয় নির্বাচন আর গণপরিষদ নির্বাচন এক সঙ্গে করার দাবি জানিয়েছেন- এমন বিষয় উত্থাপন করা হলে সিইসি সাংবাদিকদের বলেন, আমরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। রাজনৈতিক দলেরা তো অনেক কথাই বলে। আমরা তো ওই রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারবো না।
তিনি বলেন, সরকার প্রধান যেখানে একটি টাইম ফ্রেম ঘোষণা করেছেন। হয় আগামী ডিসেম্বর, না হয় ২০২৬ সালের শুরুর দিকে। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছি। সুতরাং ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে ঘিরেই আমাদের চিন্তাভাবনা।
ঐকমত্য কমিশনের প্রতিবেদন দিতে আরও ছয় মাস সময় লাগলে, তাদের সুপারিশের যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়ন করতে তো অনেক সময় লাগবে। সে ক্ষেত্রে জাতীয় নির্বাচন ডিসেম্বরে হবে কিনা, এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোনো ধরণের সুপারিশ আসে না দেখে তো আমরা বলতে পারবো না। আমরা ঐকমত্য কমিশনের প্রতিবেদন না আসা পর্যন্ত কোনটা বাস্তবায়নযোগ্য, কোনটা যোগ্য না এটি বলতে পারবো না। আমরা জাতীয় নির্বাচনের জন্য বিদ্যমান যে আইন-কানুন আছে সেভাবে প্রস্তুতি নিচ্ছি।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply