বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : সড়ক দুর্ঘটনায় নিহত বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র ইসমাইল ইমনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে ক্যাম্পাসে গায়েবানা জানাজা, মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এরআগে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।
গায়েবানা জানাজায় অংশ নেন উপাচার্য ড. অধ্যাপক ছাদেকুল আরেফিন, ট্রেজারার ড. বদরুজ্জামান ভুইয়া, প্রক্টর খোরশেদ আলম, শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল কাইউম, সাধারণ সম্পাদক ড. আব্দুল বাতেন চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীরা। গায়েবানা জানাজা শেষে সড়ক ছেড়ে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
উপাচার্য ড. অধ্যাপক ছাদেকুল আরেফিন বলেন, আমাদের সঙ্গে সাকুরা পরিবহন কর্তৃপক্ষের কথা হয়েছে। তারা আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন।
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর ফরিদপুরের মাধবপুরে সাকুরা পরিবহনের বেপরোয়া গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চার যাত্রী প্রাণ হারান। আহত হন ১৫ জন। আহতদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ইসমাইল ইমনও ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
ঘটনার প্রতিবাদে ও পাঁচ দফা দাবি বাস্তবায়নে মঙ্গলবার রাতে চার ঘণ্টার বেশি সময় সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে অনঢ় রয়েছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply