বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, গৌরনদী : বরিশালের গৌরনদী উপজেলার সরিকল হাটকে সরকারি আইন মেনে খাজনামুক্ত করার দাবিসহ চিহ্নিত স্বার্থপর ও বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে শনিবার (০৮ মার্চ) দুপুরে হাটের মূল সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাজারের সাধারণ ব্যবসায়ীরা। একই দাবিতে ব্যবসায়ীরা হাটের সকল দোকানপাট বন্ধ রেখে দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২ ঘন্টার প্রতীকি ধর্মঘট পালন করেন।
সরিকল হাট ব্যবসায়ী সমিতির সভাপতি মো: হেদায়েত মৃধার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- সরিকল হাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান লিমন, বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেব, সরিকল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মৃধা, সহ-সভাপতি এনায়েত হোসেন হাওলাদার, বিএনপি নেতা মো. জাহাঙ্গীর গোমস্তা, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. মানিক মৃধা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন- হাটের ইজারা সিডিউল ক্রেতারা সকলে মিলে একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন যে, হাটের ইজারা মূল্য কমানোর জন্য তারা কেউ সিডিউল জমা দিবেন না। কিন্তু সিডিউল ক্রেতা ও ব্যবসায়ীদের এ সিদ্ধান্তকে অমান্য করে সরিকল ইউপির সাবেক চেয়ারম্যান ও বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য মো. মনজুর হোসেন মিলন ও পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের বাবুল হাওলাদার সিডিউল ক্রেতা ব্যবসায়ীদের সাথে প্রতারণার আশ্রয় নিয়ে তাদের সিডিউল দাখিল করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ওই হাটের ইজারা দাখিলের জন্য গত ০২ ফেব্রুয়ারি দরপত্র আহবান করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা। গত ০৫ মার্চ দরপত্র ফরম বিক্রির শেষ দিন ও ০৬ মার্চ দরপত্র দাখিলের দিন ধার্য ছিল। এরমধ্যে সরিকল হাটের অনুকূলে ১৩ টি দরপত্র ফরম বিক্রি হয়। হাটের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও দরপত্র ক্রেতাদের মধ্যে একাধিকবার বৈঠকের পর তারা সিদ্ধান্ত নেন যে- হাটকে ইজারামুক্ত করার জন্য তারা কেউ ফরম দাখিল করবেন না। তাদের এই সিদ্ধান্তকে অমান্য করে গত ০৬ মার্চ মনজুর হোসেন মিলন ও বাবুল হাওলাদার সিডিউল ফরম দাখিল করেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply