বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, জাকির নেগাবান, বরিশাল : বরিশাল বিএনপির ত্যাগী ও গঠণমূলক কার্যক্রমে সাংগঠনিক নেতা হিসেবে পরিচিত অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজনকে ঘিরে উজ্জীবিত বরিশাল বিএনপির একটি বড় অংশ। দীর্ঘ সময় পর তিনি দেশে ফিরে দলকে গতিশীল ও শক্তিশালী করতে অব্যাহতভাবে সাংগঠনিক কার্যক্রমে খুশি কর্মী ও সমর্থকরা। বিশেষ করে দলের ত্যাগী, নিবেদিত ও বঞ্চিত নেতাকর্মীরা যেন দলে প্রাণ ফিরে পেয়েছে। দূরদর্শী, বিজ্ঞ এবং প্রজ্ঞাবান এই রাজনীতিবিদ নতুন করে রাজনীতিতে সক্রিয় হওয়ার খবরে কোণঠাসা হয়ে পড়া কর্মীরা অনেকটা চাঙ্গা হয়ে উঠছে।
বলাবাহুল্য : অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পালন করেন। ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বিএনপির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
এদিকে, বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজনের সাথে প্রত্যহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হচ্ছেন।
এরইধারাবাহিকতায় শনিবার (২২ মার্চ) রাত ৯ টায় নগরীর স্ব রোডের বাসভবনে বাবুগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় রাজন সংগঠনকে গতিশীল করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
এরআগে ১৬ মার্চ দুপুরে বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) পকেট কমিটি গঠনের পাঁয়তারার প্রতিবাদে নজরুল ইসলাম খান রাজনের নেতৃত্বে দলের নেতাকর্মীদের একাংশ নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা বরিশাল ক্লাবে যান। ওই সময় ক্লাব মিলনায়তনে বিএনপির বিভাগীয় মতবিনিময় সভা চলছিল। সভায় উপস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় টিম প্রধান আবদুল আউয়াল মিন্টুর কাছে বিক্ষোভকারীরা গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠনের দাবি জানান। পরে বিষয়টি নিয়ে এক প্রতিক্রিয়ায় বিএনপি নেতা নজরুল ইসলাম খান রাজন সাংবাদিকদের বলেছেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন হয়ে আসছে। কিন্তু বিভাগীয় সাংগঠনিক সম্মেলনে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিন পকেট কমিটি গঠন করতে অপতৎপরতা চালাচ্ছে। তাই আমরা বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপির বিভাগীয় টিম প্রধানের কাছে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠনের কথা জানিয়েছি। তিনি আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন। কমিটিতে কোন অনিয়ম হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তিনি ।
দলীয় একাধিক সূত্রের ভাষ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন ধানের শীষ প্রতীকের মনোনয়ন যুদ্ধে লড়ছেন। এই আসনে মনোনয়ন পেতে দৌঁড়ঝাপ করে আসছেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক সাংসদ আবুল হোসেন খান।
উল্লেখ্য, ২০১১ সালের ১১ মে ভোলায় বিএনপির সমাবেশ শেষে বরিশাল ফিরছিলেন নেতাকর্মীরা। রাত ৯টার দিকে চরকাউয়া ফেরীতে আকস্মিক হামলার শিকার হন তৎকালীন বিএনপির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান রাজন। এমনকি তাকে হত্যার উদ্দেশ্যে চোখ উৎপাটনের চেষ্টা করা হয়। রক্তাক্ত বিএনপি নেতা রাজনকে উদ্ধার করে রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ওই রাতেই তাকে রাজধানীতে প্রেরণ করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আমেরিকা পাড়ি জমান বরিশাল বিএনপির ত্যাগী নেতা রাজন। দীর্ঘ একযুগ পর ২০২২ সালের ডিসেম্বর মাসে তিনি দেশে ফিরেন। একই বছরের ১০ ডিসেম্বর তিনি ঢাকায় বিএনপির মহাসমাবেশে মিছিল নিয়ে যোগ দেন। ১৮ ডিসেম্বর নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসী নিয়ে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন নজরুল ইসলাম খান রাজন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply