বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, এমদাদুল কাসেম সেন্টু : বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসত বাড়িতে হামলা চালিয়ে নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা যায়, উপজেলার সানুহার গ্রামের চান কাজীর সাথে একই গ্রামের মো: সজল জোমাদ্দার গংদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে সোমবার ৭ এপ্রিল রাত সাড়ে ৭ টার দিকে মো: সজল জোমাদ্দার, মো: শাওন জোমাদ্দার, মো: মাছুম জোমাদ্দার, মো: মুরাদ জোমাদ্দার, মো: আলি হোসেন জোমাদ্দারসহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী মিলে পরিকল্পিতভাবে বসতবাড়িতে হামলা চালিয়ে নগদ অর্থ, স্বর্ণালংকার লুটে নেয়। এর প্রতিবাদ করলে চান কাজীর স্ত্রী সুমা খাতুনকে মারধর করে এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে বীরদর্পে চলে যায়। এ ঘটনায় চান কাজীর স্ত্রী সুমা খাতুন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযোগ দেন। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যান।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply