বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর : বরিশালের উজিরপুর উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ মৌসুমে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ চত্তরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, বিতরণ অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা প্রান্তিক কৃষকদের মাঝে সার ও উফশী আউশ বীজ ধান বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ জাকির হেসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহ আলম, মো: হেলাল উদ্দিন, মোঃ রাসেল হাওলাদার, উপজেলা কৃষক দলের আহবায়ক মো: ফায়জুল হক রাড়ি সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক বৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা প্রান্তিক কৃষকদের সব ধরনের সহায়তা ও বিভিন্ন পরামর্শ দিয়ে দেশের কৃষিখাতকে আরও উন্নত করার লক্ষ্যে কাজ করার নির্দেশ প্রদান করেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply