বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নে অবৈধ মাহিন্দ্রা গাড়ি (ট্রলি) ও ইট, বালু ভর্তি ড্রাম ট্রাক চলাচল বন্ধের দাবিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভাতশালা চৌরাস্তা বাজারের ব্যবসায়ী ও ছাত্রদের উদ্যােগে আয়োজিত কর্মসূচীতে অংশগ্রহণকারীরা বলেছেন,, ডিসি রোড ভায়া কালিশুরি বাউফল মহাসড়কে বেপরোয়া গতিতে মাহিন্দ্রা চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা। ইতোমধ্যে পুলিশে চাকরি হওয়া এক যুবক দুর্ঘটনায় পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন।
বিশেষ করে ফরিদপুর ইউনিয়নে ৮ থেকে ১০ টি ইটভাটা থাকার কারণে মাহিন্দ্রা ইট বোঝাই করে চলাচল করছে। এতে রাস্তাঘাট চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে এলাকাবাসী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপি’র সভাপতি কাইয়ুম খান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ইঞ্জিনিয়ার গোলাম রহমান খান,
বাকেরগঞ্জ উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব আরিফুর রহমান খান (জিয়ন), বাকেরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ, মোঃ সাগর পন্ডিত, ছাত্রদল নেতা আবু তাহের খান, মোঃ রিশাদ খান, মোঃ নিজাম গাজী, এস এম মাহবুব, মোঃ রাকিব খান, ভাতশালা বাজার সমিতির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সহ-সভাপতি মোঃ ফারুক গাজী, ব্যবসায়ী মোঃ মিন্টু সন্যমত।
মানববন্ধনে ইছাপুরা মাধ্যমিক বিদ্যালয়, ব্রাইট ফিউচার কিন্ডারগার্টেন, আরএস প্রভাতী একাডেমীর শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, মাহিন্দ্রা চলাচলের কোন পারমিশন নেই। কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply