বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালের বাবুগঞ্জের কেদারপুরে উৎসবমুখর পরিবেশে বাঙালি জাতির প্রাণের উৎসব বৈশাখী মেলা উপভোগ করছে নারী-পুরুষ-শিশু-কিশোররা। এখানে কোন ধরণের যাত্রা কিংবা অশ্লীলতা ছাড়াই উদযাপিত হচ্ছে বৈশাখী মেলা। এলাকার সর্বস্তরের মানুষ এই বৈশাখী মেলাকে স্বাগত জানিয়েছেন।
আয়োজক কমিটি সূত্র জানায়, শান্তিপূর্ণ পরিবেশে বৈশাখী মেলা শুরু হওয়ার পর কতিপয় নামধারী অসাধু হলুদ সাংবাদিক মোটা অংঙ্কের চাঁদা দাবি করে আসছে। তাদের নির্ধারিত চাঁদার টাকা না দেওয়ায় তথ্য সন্ত্রাসের মাধ্যমে অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন কল্পকাহিনীর মিথ্যাচার চালাচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করছেন মেলার আশপাশের শান্তিপ্রিয় নারী-পুরুষ।
এলাকার সচেতনমহল গভীর ক্ষোভ প্রকাশ করে বলছেন, কতিপয় নামধারী হলুদ সাংবাদিক মিথ্যাচার ও ব্ল্যাকমেইলেের মাধ্যমে বিভিন্ন স্থানে ভয়ঙ্করভাবে চাঁদাবাজি করে আসছে। এদের শিকার বরিশালের অনেক নিরীহ মানুষও। এরা সাধারণ মানুষকে জিম্মি করে অনৈতিক সুবিধা নিচ্ছে। এরইধারাবাহিকতায় এলাকার সর্বস্তরের মানুষের দাবিতে প্রাণের উৎসব বৈশাখী মেলা শুরু হওয়ার পর ওই চাঁদাবাজ চক্রটি অশ্লীলতার নামে ভুয়া তথ্য ছড়িয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply