বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ২০ নং ওয়ার্ডের সিএন্ডবি রোডের তেমাথা এলাকার বাসিন্দা ইসমাইল হাওলাদারের প্রতিবন্ধী পুত্র আরিফ এর ভোগ দখলীয় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করতে বেপরোয়াভাবে মরিয়া হয়ে উঠছে স্থানীয় জালজালিয়াতির এক সংঘবদ্ধ চক্র। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ইতোমধ্যে বিরোধপূর্ণ সম্পত্তির একটি অংশ দখল করে স্থাপনা নির্মাণ করেছে ভূমি সন্ত্রাসীরা। পুরো সম্পত্তি দখল করার টার্গেটে এই চক্রটি গায়ের জােরে শনিবার (১৭ মে) সকালে বিরোধীয় সম্পত্তির জলাশয় বালু দিয়ে ভরাট কাজ শুরু করে। এর প্রতিবাদ করলে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে দেওয়া সহ নানা কায়দায় হুমকি-ধামকী দেওয়া হয় দখল সন্ত্রাসের শিকার প্রতিবন্ধী যুবককে।
অভিযোগ উঠেছে, চক্রটি ভুয়া ডিগ্রি করিয়ে সম্পত্তি দখলের পাঁয়তারা করে আসছে। ভুয়া ডিগ্রি বাতিল চেয়ে আদালতে মামলাও দায়ের করেন ভুক্তভোগীরা। সম্পত্তি দখলের পাঁয়তারার অংশ হিসেবে সম্প্রতি প্রতিবন্ধী যুবক আরিফের বিরুদ্ধে চাঁদাবাজির সাজানো মিথ্যা মামলায় ঠুকে দেন ভূমিদস্যুদের পক্ষে নগরীর নবগ্রাম রোডের যুবক হাউজিং এলাকার বাসিন্দা মৃত: আকবার আলীর স্ত্রী মাহফুজা বেগম। এরসঙ্গে জড়িত এই মাহফুজা বেগমের পুত্র ছাত্রলীগ নেতা রনি সেরনিয়াবাত, রাজু সেরনিয়াবাত, হৃদয় সেরনিয়াবাত। এছাড়া আরিফ পরিবারের ভোগ দখলীয় রেকডিও পৈত্রিক সম্পতি দখল সন্ত্রাসের মাধ্যমে বাড়ি ঘর থেকে ভুক্তভোগীর পরিবারকে এলাকা ছাড়া করার মিশনে নেমেছে। এই সংঘবদ্ধ চক্র এলাকায় প্রায়ই অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভীত সন্ত্রস্ত করে রেখেছে। তারা প্রকাশ্যে ভুক্তভোগী পরিবারকে বলে দিয়েছে- জীবনের মায়া থেকে থাকলে এখান থেকে দ্রুত অন্যত্র চলে যাও। এবং এ বিষয়ে আর কোন ধরণের যেন বাড়াবাড়ি না করে সেজন্য তারা হুমকি প্রদর্শন করে বলে- তাহলে তােদেরকে প্রাণের তরে শেষ করে দিব। এক্ষেত্রে পুলিশ-র্যাব তোদের পক্ষে কাজ করবে না। কারণ পুলিশ-র্যাব আমাদের পকেটে থাকে।
সম্পত্তি দখল সন্ত্রাসের মাধ্যমে গ্রাস করতে জমির জালজালিয়াতি চক্রের সদস্যরা হলেন- নগরীর নবগ্রাম রোডের বাসিন্দা মৃত: আকবর আলীর স্ত্রী মাহফুজা বেগম, রনি সেরনিয়াবাদ, রাজু, হৃদয়, বৈদ্ধ পাড়া এলাকার জমির দালাল ফারুক ওরফে পান ফারুক, নতুন বাজারের হারুন ওরফে ফেন্সি হারুন। বিশেষ করে একই স্থানে বিরোধপূর্ণ ৪ শতাংশ জমির ওপর ভবন নির্মাণ কাজ চালিয়ে আসছে নবগ্রাম রোডের কালাম। যেখানে আদালতে মামলা বিচারাধীন থাকাবস্থায় কোনভাবেই স্থাপনা নির্মাণ করার এখতিয়ার নেই। তবুও গায়ের জােরে তিনি আইন কানুনকে তোয়াক্কা না করে সেখানে কাজ চালিয়ে আসছে। এই সম্পত্তিতে ভবন নির্মাণ কাজ বন্ধের বিষয়ে আদালতে শরনাপন্ন হন ভুক্তভোগীরা। এরপর আদালত থেকে উভয় পক্ষের সম্পত্তির স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়ার পরও অদৃশ্য শক্তিতে আদালতের আদেশ উপেক্ষা করে করে ভূমিদস্যু কালাম ভবন নির্মাণ কাজ চালিয়ে আসছে।
মূলত : অবৈধপন্থায় আদালতের আদেশ অমান্য করে নির্বিঘ্নে কাজ চালিয়ে যাওয়া সহ ভোগ দখলীয় পুরো সম্পত্তি দখল করতে আরিফের বিরুদ্ধে সাজানো চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করা হয়।
আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাওয়া প্রসঙ্গে কালাম বলেন, আরো আগে আমার বিরুদ্ধে কোর্টে একটি মামলা দায়ের দায়ের করার পর দুইমাস কাজ বন্ধ ছিলো। পরবর্তীতে ওই মামলাটি খারিজ হয়ে যায়। এরফলে ভবন নির্মাণ কাজে কোন ধরণের বাঁধা নেই।
প্রতিবন্ধীর সম্পত্তি দখল প্রসঙ্গে তিনি বলেন, কাগজ ছাড়া সম্পত্তির মালিকানা দাবি করা যায় না। আরিফদের কোন কাগজ নেই। ওদের এখানে কোন সম্পত্তিও নেই।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply