বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : সমন্বয়ক ও সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে শুক্রবার (৩০ মে) রাতে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্টান্ডের খালপাড় লাগোয়া সেন্টার পয়েন্ট মার্কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় সেখান থেকে নগদ টাকাসহ আনুমানিক ৭/৮ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে তারা। সংঘবদ্ধ চক্রের হামলায় ৪ জন গুরুতর জখম হয়েছে। আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাতেই খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহতরা হলেন- পূর্ব পাংশা গ্রামের মো. শাহজান হাওলাদারের পুত্র সাংবাদিক আক্তার হোসেন খোকা (৪৮), নগরীর ২৩ নং ওয়ার্ড দরগাবাড়ি এলাকার মো. অলিউল ইসলামের পুত্র ব্যবসায়ী মাসুদ (৫৪), নথুল্লাবাদ শের-ই বাংলা সড়ক এলাকার বাসিন্দা মৃত.আ. সত্তার খানের পুত্র প্রবাসী জিন্না খান (৫২) ও এম. এ কামাল হাওলাদারের পুত্র ব্যবসায়ী জুয়েল হাওলাদার (৪৮)।
হামলায় আহত আক্তার হোসেন খোকা বলেন, আমরা মার্কেটের দোতালায় অফিস রুমে বসে নাস্তা খাচ্ছিলাম। এসময় গেট দিয়ে দোতালায় উঠে সমন্বয়ক ও সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে ৩০/৪০ জনের একটি দল ধাড়ালো অস্ত্র ও লাটিসোটা নিয়ে এলোপাথারীভাবে আমাদের উপর আঘাত করে। এরপর তারা অফিস রুম থেকে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ মালামাল, কাগজপত্র, মানিব্যাগ লুটে নেয়। এছাড়া মার্কেট থেকে একটি মোটরসাইকেল ও মালামাল লুট করে। তিনি আরো বলেন, সমন্বয়ক পরিচয়দাকারী শাওন ও তার ভাই সজীব, ফোরকান, নগরীতে নানা অপকর্মে বিতর্কিত ছাত্রদল নেতা রাসেল ও সেনাবাহিনীর ভুয়া পরিচয় প্রদানকারী দুই সদস্যসহ প্রায় ৩০/৪০ জনের একটি দল ডাকাতি ও লুটপাটে অংশ নেয়।
আহতরা বলছেন, আওয়ামী লীগ শাসনামলে ছাত্রলীগ কর্মী মো. শাওন গত ৫ আগস্টের পর সমন্বয়ক পরিচয়ে নানা অপকর্ম করে আসছে। শাওনের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে।
সেন্টার পয়েন্ট মার্কেটের মালিক ইস্তফিজুর রহমান মুন্না বলেন, নেপথ্যে কার বা কাদের ইন্ধনে এই ডাকাতি, লুটপাট ও হামলা চালানো হয়েছে, বিষয়টি এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে ওয়েস্টার্ন ফার্মেসির মালিক সালাম দীর্ঘদিন ধরে আমার সম্পত্তি জবর দখল সহ নানা পন্থায় ক্ষতি সাধনের চেষ্টা করে আসছে। এ ঘটনায় তার হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বরিশাল বিমান বন্দর থানার ওসি জাকির সিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply