বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : “যুক্তির আলোয় প্রজ্জলিত হোক জ্ঞানের শিখা” এই শ্লোগানে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের যুক্তিবাদী চেতনাকে উজ্জীবিত, যুক্তিচর্চায় উদ্বুদ্ধ এবং বিতর্কে সাফল্য অর্জনের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল দশটায় শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে দিনব্যাপী বিতর্ক প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
প্রশিক্ষণ প্রদান করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং অর্গানাইজেশনের সভাপতি ফারহান আনজুম করিম, সাবেক সহসভাপতি সোহানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিকা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক নাজিউল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আশিক, সহসভাপতি সিফাত খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিবেটস ফেডারেশন বাংলাদেশ বরিশাল অঞ্চলের সমন্বয়কারী শাহেদুল ইসলাম সোহেল। কর্মশালায় উপজেলার ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী ও সহকারী শিক্ষকরা অংশগ্রহন করেন। কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্ব ও নির্দেশনায় দেশ এগিয়ে যাচ্ছে। উন্নত বাংলাদেশের জন্য দরকার মেধা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন দক্ষ মানুষ। গণতান্ত্রিক ও পরমতসহিষ্ণু জাতি গঠনে বিতর্ক চর্চার বিকল্প নেই। বিতর্ক চর্চা শুধু ভালো নেতৃত্বগুণ সম্পন্ন মানুষই তৈরি করে না, অসাম্প্রদায়িক মানবিক ও বিজ্ঞানমনস্ক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি তৈরীর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। তাই “যুক্তির আলোয় প্রজ্জ্বলিত হোক জ্ঞানের শিখা” এ চেতনায় দীক্ষিত প্রজন্মই গড়বে আগামী দিনের আলোকিত ও সমৃদ্ধ বাংলাদেশ । বিতর্ক প্রশিক্ষণ অংশগ্রহনকারী শিক্ষার্থীরা আগামী দিনে সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্ব অগ্রণী ভূমিকা পালন করবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply