বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
এমদাদুল কাসেম সেন্টু, ইউনিভার্সেল নিউজ, উজিরপুর : বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের কাংশী বাসস্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার উপর পূর্বের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর, একাধিক মামলার আসামিদের সন্ত্রাসী হামলায় ধামুরা ডিগ্রি কলেজের সভাপতি ও সম্পাদকসহ ৫ জন আহত হয়েছেন। আহতরা উজিরপুর হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে উজিরপুর মডেল থানায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে ।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, ধামুরা গ্রামের আবু বক্কার সরদারের সাথে একই গ্রামের বিএনপি নেতা মো: সেলিম হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে। আওয়ামী লীগের আমলে আবু বক্কার সরদার জোর করে মো: সেলিম হোসেনের মালিকানা ১০ শতাংস জমি থেকে ৮ শতাংস জমি দখল করে নেয়। এ নিয়ে মামলা চলমান রয়েছে। আবু বক্কার ২৩ জুলাই বিকেলে বাকি ২ শতাংস জমি পূর্ব পরিকল্পিত দেশীয় তৈরি অস্ত্র নিয়ে দখল করতে গেলে মো: সেলিম হোসেন তার পরিবারের লোকজন নিয়ে বাধা প্রধান করে। এসময় সেলিম হোসেনের পরিবারের ওপর হামলা চালায়। হামলায় সেলিম হোসেন (৪৮) তার পুত্র ধামুরা ডিগ্রি কলেজের ছাত্রদলের সভাপতি মো: সাব্বির হোসেন (২৩), ছোট পুত্র মো: ইমন (১৯), এছাড়া হামলা কারীদের হাত থেকে বাঁচাতে গিয়ে ধামুরা ডিগ্রি কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: সোহান মৃধা একই গ্রামের মো: ফায়জুল হক হাওলাদার সহ ৫ জন আহত হয়। আহতের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত মো: সাব্বির আহম্মেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকি আহতরা উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে আহত মো: সেলিম সরদার বাদি হয়ে মোঃ রানা সরদার (৪০), মোঃ আবু বক্কার সরদার (৬০), মোঃ সংগ্রাম সরদার (২২), সাজিন সরদার (২০), মোঃ রোহান সরদার (১৮), মোসা: কহিনুর বেগমের (৫০) নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্র বলছে, আওয়ামীলীগের দোসর আবু বক্কার ও তার পরিবারের লোকজন মামলাবাজ ও সন্রাসী হিসেবে পরিচিত। আবু বক্কার ও তার ছেলে রানার বিরুদ্ধে জমি জমা, মারামারি, মাদক, ধর্ষণ ও অস্ত্র আইনে একাধিক মামলা চলমান রয়েছে। ইতিপূর্ব অস্ত্র, মাদকসহ র্যাবের হাতে গ্রেপ্তার সহ একাধিক মামলায় জেল হাজতে ছিলেন। এরা এলাকায় মূর্তিমান আতঙ্ক। অভিযুক্ত আবু বক্কারের সাথে যোগাযোগ করা হলে মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, মো: সেলিম হোসেনের অভিযোগ পেয়ে মামলা রেকর্ড করা হয়েছে । আসামিদের গ্রেপ্তার অব্যাহত হয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply