বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশালের উজিরপুরে হারতা ইউনিয়নের কালবিলা গ্রামে মা ও বাবাকে মারধরের অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।এরা হলো দিনমজুর বিষেশ্বর মন্ডলের ছেলে শ্যামল মন্ডল ও অমল মন্ডল। এদেরকে সোমবার (১৪ নভেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠান।
উজিরপুর মডেল থানার ওসি কামরুল আহসান বলেন, রোববার রাতে হাসপাতালে চিকিৎসাধীন স্বরস্বতী মন্ডল বাদী হয়ে তিন ছেলে এবং পুত্রবধূকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তার দুই ছেলেকে গ্রেফতার করা হয়। আর পালিয়ে গেছেন মেঝ ছেলে বিমল ও বড় ছেলের স্ত্রী মুক্তা মন্ডল। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন স্বরস্বতী সাংবাদিকদের বলেন, বিভিন্ন সময় অমলের স্ত্রী মুক্তার সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ কারণে প্রায়ই দুই পক্ষ থেকে বিচার দেওয়া হলে ছেলেরা আমাকেই মারধর করতো। ১১ নভেম্বর সন্ধ্যায় মুক্তা আমার বিরুদ্ধে স্বামী ও দেবরদের কাছে নালিশ করে। এ সময় বড় ছেলেকে জানাই মুক্তার সঙ্গে শ্যামল ও বিমলের সম্পর্ক রয়েছে। পরে তিন ছেলে ও মুক্তা মিলে বেদম মারধর করতে করতে ঘর থেকে বাইরে নিয়ে আসে। তখন আমার স্বামী এগিয়ে এলে তাকেও মারধর করে ছেলেরা। একপর্যায়ে তারা আমাকে বাড়ির সামনের সড়কে ফেলে রেখে যায়। বাড়িতে গেলে আবারো মারধর করবেও বলে হুমকি দেয়।
স্থানীয়রা জানান, ঘটনার পর স্বরস্বতীকে প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
এদিকে, এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply