বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশাল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ। এরা হলো খালিদ হাসান ইমন (৩৪) ও রুবেল মৃধা (২৫)। এদের মধ্যে খালিদ হাসান ইমন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর গ্রামের বাসিন্দা মোঃ খলিলুর রহমানের ছেলে। এবং রুবেল ঝালকাঠির নলছিটি থানার কয়ারচর গ্রামের জলিল মৃধার ছেলে।মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ২ টার দিকে বিমানবন্দর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার এ তথ্য জানান ।
সূত্র বলছে, এই চক্রটি বরিশাল শহর সহ বিভাগের বিভিন্নস্থানে বিভিন্ন কৌশলে চুরি করে আসছি। চক্রের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার নগরীর ২৩ নং ওয়ার্ডের ভাসানী সড়কের সোহরাব খান হাউজিংয়ের বাসিন্দা আলমগীর হোসেন আবিরের বাসা থেকে চোর চক্রের হোতা খালিদ হাসান ইমন এবং তার অন্যতম সহযোগী রুবেল মৃধাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এদের দেওয়া তথ্যনুযায়ী বিপুল পরিমান চোরাই মালামাল ও ঘর ভাঙার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply