বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
ইউনিভার্সেলনিউজ টোয়েন্টিফোর ডটকম : ‘টেকসই উন্নয়নে পরিবেশ সুরক্ষা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে তৈরি করা গানে কণ্ঠ দিলেন মেহরীন।
‘মাই হার্ট ইজ ব্রেকিং আপ লাইক দ্য মেল্টিং আইস অব দ্য রিভার
হোয়েন আই সি দ্য ফরেস্ট ইজ বার্নিং
হোয়েন আই সি দ্য চার্পিং অব বার্ডস আর মিসিং’
গানটি লিখেছেন সুজন হাজং। বেলাল খানের সুর ও ওয়াহিদ শাহীনের সংগীতে পরিবেশ নিয়ে ‘টেকসই উন্নয়নে পরিবেশ সুরক্ষা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে গানটি ১ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে কণ্ঠ দেন মেহরীন। পরিবেশ নিয়ে মেহরীনের এটিই প্রথম গাওয়া ইংরেজি গান।
মেহরীন বলেন, ‘এটি একটি ব্যতিক্রম গান। পরিবেশ নিয়ে এরকম একটি ইংরেজি গান গাইতে পেরে ভালো লাগছে। গানের কথা ও সুর খুব চমৎকার। আশা করি গানটি শ্রোতাদের ভীষণ ভালো লাগবে।’
বেলাল খান বলেন, ‘পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের থিম সং ‘লিভ অন আর্থ’ শিরোনামের গানটিতে সুর করতে পেরে আমি গর্বিত। ইংরেজি গানে এটি আমার প্রথম সুর করা। আশা করি গানটি শ্রোতারা গ্রহণ করবেন।’
এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির আয়োজনে গানটি ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট হলে আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে থিম সং হিসেবে বেজেছে।
প্রসঙ্গত, ২০টি দেশের পরিবেশ বিজ্ঞানী ও পরিবেশবিদরা এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply