বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশাল নগরীর হাটখোলা এলাকায় শুক্রবার (১৮ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃতরা হলো নগরীর হাটখোলা রোডের চরমোনাই ট্রলারঘাট সংলগ্ন এলাকার আব্দুস সালাম হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (৩২) ও ঝালকাঠি সদরের পুরাতন কলাবাগান এলাকার ইলিয়াস মৃধার ছেলে মিলন মৃধা (৩২)। অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে গ্রেফতার রিপন হাওলাদারের বড়ভাই মোহাম্মদ সেন্টু হাওলাদার (৩৫)পালিয়ে যেতে সক্ষম হন।
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ এনায়েত হোসেন।
আটককৃত ও পলাতকের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply