বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাঠেরপোল এলাকার বীর মুক্তিযোদ্ধা রবিউল হক হাওলাদারের বাড়িতে হামলার অভিযোগে শুক্রবার রাতে মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীরা বীর মুক্তিযোদ্ধার ভাড়াটিয়া সেলিম খানকে মারধর করেছে।
বীর মুক্তিযোদ্ধা রবিউল হক হাওলাদার জানান, জমি নিয়ে প্রতিবেশী ইউসুফ মৃধার পরিবারের সঙ্গে তার বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষ ইউসুফ মৃধার ছেলে আলতাফ মৃধা, জসিম মৃধা, সুমন মৃধা ও রানা মৃধা লাঠিসোটা নিয়ে শুক্রবার রাত ৮টার দিকে তার বাড়িতে এসে তাকে খুঁজতে থাকেন। এসময় তাকে উদ্দেশ্য করে তারা গালাগালি করতে থাকেন। এবং হুমকি-ধমকি দেন। একপর্যায়ে বাড়িতে ভাঙচুরের চেষ্টা চালায়। তিনি ওই সময় বাড়িতে ছিলেন না। আহত সেলিম খানের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন চলে যান। পরে সলিম খানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত সেলিম খান জানান, ইউসুফ মৃধার ছেলে আলতাফ মৃধা, জসিম মৃধা, সুমন মৃধা ও রানা মৃধা লাঠিসোটা নিয়ে এ হামলা চালান। তারা লাঠি দিয়ে ঘরের টিনে আঘাত করেন। তখন বাধা দিতে গেলে তার ওপর হামলা চালানো হয়েছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply