বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ আসরে ব্রাজিলকে সমর্থন জানিয়ে বরিশাল নগরে আনন্দ শোভাযাত্রা ও মিলনমেলা আয়োজন করেছেন ভক্তরা। বঙ্গবন্ধু উদ্যোন (বেলস পার্ক) থেকে শনিবার (১৯ নভেম্বর) বিকেলে মোটর সাইকেলযোগে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি নগরের সদর রোড, জেলখানার মোড়, বিএম কলেজ, নতুল্লাবাদ, চৌমাথা, আমতলার মোড়, মেডিকেল কলেজ, চাঁদমারী, বরিশাল শিল্পকলা একাডেমি হয়ে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়।
দলের সমর্থনে স্লোগান দেওয়াসহ বিশ্বকাপের থিম সং বাজিয়ে ব্রাজিলের জার্সি পরে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন বয়সের শ্রেণি-পেশার মানুষ।
শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ব্রাজিল সমর্থকরা হাত নেড়ে সমর্থন জানান।
বরিশাল ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আয়োজক আহবায়ক তরুণ সংগঠক মোঃ মারুফ হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন জাকারিয়া আলম দিপু, সাব্বির খান, আদনান অলি, রায়হান বাবু , নূরে আলামিন বাপ্পী, পলাশ চৌধুরী, অমিত কর্মকার, ইভান, রিয়াজ হাওলাদার, রিয়াজুল আলম, মিঠু, রোজা, চিশতি, নাসির, জয়, সজিব রয় প্রমুখ।
বরিশাল ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহবায়ক মোঃ মারুফ হোসেন বলেন, ‘খেলাধুলা মানুষের মন ও মেধাকে ভালো রাখে। খেলাধুলা তরুণ সমাজকে বিভিন্ন খারাপ কাজ ও মাদক থেকে দূরে রাখে। বিশ্বকাপ উন্মাদনাকে কাজে লাগিয়ে তরুণ সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতেই এই আয়োজন করা হয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply