বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : পুলিশের চোখে-মুখে স্প্রে ছুঁড়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বরিশালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বরিশাল আদালতপাড়াসহ নগরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের তল্লাশি চলছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আসামি আনা-নেওয়ার ক্ষেত্রেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আদালত পাড়ায় সতর্কাবস্থানে রয়েছে পুলিশ।
আদালত প্রাঙ্গনের প্রধান ফটকে নিরাপত্তা চৌকির আদলে বসানো হয়েছে। যেখানে যানবাহন থামিয়ে সন্দেহভাজন ব্যক্তির ব্যাগ তল্লাশিসহ পরিচয় জানতে চাওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। এছাড়া বরিশাল নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে থানা পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। যেখানে মোটরসাইকেল তল্লাশি কার্যক্রম বেশি জোরদার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, আদালতের নিরাপত্তায় আগে যে সংখ্যাক পুলিশ মোতায়েন ছিল তারাই নিরাপত্তা ব্যবস্থা পালন করছে। দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন সিনিয়র পুলিশ কর্মকর্তারা। তাদের মনোবল বাড়ানোর জন্য দেওয়া হয়েছে বিভিন্ন নির্দেশনা। আদালতের গুরুত্বপূর্ণ স্থানে জনগণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। কারাগার থেকে আদালতে আসামি আনা-নেওয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা হয়েছে।
প্রসঙ্গত, রোববার সকালে ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে আনসার আল ইসলামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যায় তাদের সহযোগীরা। এই দুই জনই ২০১৫ সালে বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় এবং জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত।
২০২১ সালের ১০ ফেব্রুয়ারি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় ৮ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব রয়েছেন।
ছিনিয়ে নেওয়া দুই জঙ্গির মধ্যে একজন মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান (২৪)। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। আর অপর জন আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব (৩৪)। সে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেটশ্বর গ্রামের আবু তাহেরের ছেলে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply