বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ইউনিভার্সেলনিউজ টোয়েন্টিফোর ডটকম : নড়াইলের কালিয়া উপজেলায় লালনসাধক হারেজ ফকির ও তাঁর আখড়ায় হামলার অভিযোগ উঠেছে।
এক্ষেত্রে জামায়াতের অনুসারীদের বিরুদ্ধে হামলা করার অভিযোগ এনেছে উদীচী। শুক্রবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে নেতৃবৃন্দ এই অভিযোগ করেন।
প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, ‘নড়াইলের কালিয়ায় লালনসাধক হারেজ ফকির দীর্ঘ ৪০ থেকে ৫০ বছর ধরে সেখানে সাধনা করে আসছেন। তাঁর ওপর হঠাৎ জামায়াত নেতা ও তার অনুসারীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা, মারধর, প্রাণনাশের হুমকি এবং সংগীতচর্চার উপকরণসমূহ ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে।’
বিবৃতিতে উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ‘বারবার এসব ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়-প্রশ্রয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর আঘাত হানছে এবং সংস্কৃতিচর্চার দ্বার রুদ্ধ করে দিতে চাইছে। জাতিকে এক অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এটি কোনওভাবেই মেনে নেওয়া যায় না।’
সংগঠনের প্রচার ও তথ্যপ্রযুক্তি বিভাগের সম্পাদক কংকন নাগ জানিয়েছেন, ঘটনার প্রতিবাদে শনিবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে উদীচী এক সাংস্কৃতিক সমাবেশের আহ্বান করেছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply